“আগুন পাখি” a Bengali poem written by Pradip | Euphonic Episode
I have written this Bengali poem on 27th Jun, 2018. Hope, you will like it. Please subscribe me to enjoy more poems like this.
If you want to show some appreciations feel free to write a testimonial for me. Don’t forget to subscribe my Youtube channel and enjoy me reciting some Bengali poem like this.
আগুন পাখি — a Bengali poem
আজ দিগন্তের এই শেষে,
আমি দাঁড়িয়েছিলাম এসে.
আমি ফিরলে পেছন যন্ত্রণা দেয় ডাক.
তুমি ফিরিয়ে দিলে, বললে, “না থাক”.
আবার পেছন পানে চলা,
ফের একা একা কথা বলা,
আরো দীর্ঘ হলো আমার দীর্ঘশ্বাস.
আমি বৃষ্টিধারায় ভিজবো বারোমাস.
যত ছন্দ বিহীন পদ,
খুঁজে মরে শুধু ঘুর পথ,
আমার গানের কলি কূল খুঁজে না পায়,
তবু সব ন্যাড়া সেই বেলতলাতেই যায়!
তোমার শান্ত উপদেশে,
আমার একলা ঘরের দেশে,
তোমার নির্বিচারে কামান দাগার ফল,
আমার শূন্য হলো সকল সৈন্যদল.
এখন প্রশ্ন শতহাজার,
আমি অপেক্ষাতে সাজার,
নদীর জল দেখেছো, উৎস খোঁজোনি.
জানি বুঝেও তুমি কিচ্ছু বোঝোনি.
তবু মন যে আগুন পাখি,
ডানায় আগুন জ্বালা বাকি,
চায় পুরিয়ে দিতে সবকিছু ছারখার
তবু আসছি ফিরে বাঁচছি যে বারবার.
যদি কোন সে পথের শেষে,
তুমি বিজয় রথে এসে,
পথ আটকে দাঁড়াও, নামিয়ে নেবো চোখ,
আমি বলবো হেসে তোমার ভালো হোক.
Very nice.
Thank you!
Nice! You are really great!
Thank you madam for your appreciations!