cheleti ektu bosonto cheyechilo, a Bengali poem | Euphonic Episode
This Bengali poem ছেলেটি একটু বসন্ত চেয়েছিলো tells a story of a young man, who wanted to enjoy the spring of life. But due to some socio-political issues his life ended in dust! His girl friend, whom he loved the most, left him alone. Finally, he decided to commit suicide! I hope, you will like this poem.
Please subscribe my Youtube channel or visit my Bedroom Studio page to watch some music videos. Also consider to visit my Audio Gallery to listen audios I have arranged and produced. If you want to show your appreciations, feel free to like and share this with your friends. Let me know what do you think about this poem in the comment section below.
Kind regards,
Pradip Chandra Sikdar
ছেলেটি একটু বসন্ত চেয়েছিলো
ছেলেটি কাল বসন্ত দেখেছিলো,
ছেলেটি কাল হেঁটেছিলো রাস্তায়।
এইতো সেদিন কারো চোখে চোখ রেখে
হাজার স্বপ্ন কিনেছিলো সস্তায়।
ডিগ্রি যা ছিলো ব্যাগের ভিতর পুরে,
কষ্টে-শিষ্টে ট্রেইনের হ্যান্ডেল।
একটা যা হোক চাকরির সন্ধানে,
কখনো বেহালা, কখনো বা ব্যান্ডেল।
হঠাৎ সেদিন ওমুক দাদার টোপে
তুলে নিয়েছিলো লাল-নীল ঝাণ্ডা।
পায়নি যদিও কিছুই, অবশেষে
জুটেছিলো শুধু পুলিশের ডাণ্ডা!
ছেলেটি তবুও ভাঙবে না কিছুতেই,
হোক না যতই সবকিছু এলোমেলো।
তবুও যেন কারো হাতে রেখে হাত,
ছেলেটি কাল বসন্ত দেখেছিলো!
ঘরে বুড়ো মা, বাবা মরে গেছে কবে।
আর আছে এক আদরের ছোটো বোন।
তাকেও সেদিন নর পিশাচের দল,
তুলে নিয়ে গিয়ে করেছিলো ধর্ষন!
ছেলেটি সেদিন একটুও কাঁদেনি,
চোখের জল ধোঁয়া হয়ে সিগারেটে,
মিলিয়ে গিয়েছে, আর দেখিয়েছে পথ।
বুঝে নিয়েছিলো ছুরি হবে শান দিতে।
সেদিন সন্ধ্যে নামার একটু আগে,
কি জানি কি এক অজানা আশঙ্কায়
বসন্তকে সেই কবে যেন দেখেছিলো?
এক, দুই, তিন, গোনে দিন সংখ্যায়।
তারপরে যেন পুরোটাই ছায়াছবি,
বেরিয়েছিলো সে বসন্তেরই খোঁজে।
এতদিনে কত কিছু যে বদলেছে,
এত কিছু সে ওঠেনি তখনও বুঝে।
বুঝলো যখন হয়ে গেছে বহু দেরি,
বসন্ত গেছে অন্য কারোর দেশে।
রেখে গেছে শুধু সূর্য আগুন তাপ।
আর রেখে গেছে শুধু গান বেলা শেষের!
যেই স্পর্শে মরে ফের বাঁচা যেত,
যেই চোখে চেয়ে বাঁচা যেত আরও আশি,
যেই মুখে গান জুড়িয়ে দিতো জ্বালা,
সেই মুখে শেষ একটা কথাই, “আসি”!
ফিরে এসেছিলো ছেলেটি আবার ঘরে।
হয়তো আরো কাজ ছিলো কিছু বাকি।
শত্রুর কোনো রক্ত ঝরেনি তবু
ছুরিটা তার কাজে লেগেছিলো ঠিকই!
বর্ষ জুড়ে এখন বর্ষা ঝড়ে।
ভরে যায় মাঠ, পথ-ঘাট, খাল-বিলও।
আর কোনোদিন আসবে না কোনো ঋতু।
ছেলেটি একটু বসন্ত চেয়েছিলো!!!
Comments
cheleti ektu bosonto cheyechilo, a Bengali poem | Euphonic Episode — No Comments
HTML tags allowed in your comment: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>