ghughur phand, a poem by Pradip Chandra Sikdar | Euphonic Episode
I have written this Bengali poem ঘুঘুর ফাঁদ to describe the unfortunate fact that, money speaks everywhere. Hope you will like it.
Please subscribe my Youtube channel or visit my Bedroom Studio page to watch some music videos. Also consider to visit my Audio Gallery to listen audios I have arranged and produced. If you want to show your appreciations, feel free to like and share this with your friends. Let me know what do you think about this poem in the comment section below.
Kind regards,
Pradip Chandra Sikdar
ঘুঘুর ফাঁদ
প্রদীপ চন্দ্র সিকদার
যেদিন আমি check-in করবো airport-এ,
যেদিন আমার মোবাইল একশোআঠাস GB,
সেদিন আমায় hello কিংবা high পাঠাস.
সেদিন কিন্তু একটা kissing smily দিবি.
যদি আমি একটা দারুণ চাকরি জোটাই,
যদি আমি selfy তুলি তাজ হোটেলে,
একটিবার Facebook-এ please লিখিস “সাবাশ!”
তুই লিখলেই like মারবে আর সকলে.
জানিস যদি রাজার হাটে কিনছি বাড়ি,
BMW কিংবা ধর Mercedes.
যদিও তোর হরেক রকম সঙ্গি আছে,
তবুও please আমায় একটু সময় দিস!
আমরা যাবো KFC-তে, shopping mall-এ.
হাত ধরে তোর ভিড়ের ভিতর Book Fair.
তোর বাড়িতে আমার সাথে বারণ আছে.
তবুও সেদিন নিশ্চয়ই তুই don’t care?
এবার যেদিন promotion-এর খবর পাবি,
আমি যখন কম্পানিরই branch manager.
বলবি তুই, “সুনছো, আরে আমার বাবা
তোমার সাথে করবে দেখা”, দারুণ ব্যাপার!
তোর সে কোন্ পিসি না মাসি, ঠিক মনে নেই,
বলতো আমায়, “ওইটা একটা বাউন্ডুলে”!
সেদিন যখন তোদের বাড়ি আবার যাবো,
তিনিই আমার প্লেটে দেবেন মিষ্টি তুলে.
মনে আছে, তখন তুই নাইনে পড়িস,
greetings card পাঠিয়েছিলাম, নতুন বছর?
card দেখে তোর মা তো তখন বেজায় চোটে,
ডান গালে তোর লাগিয়েছিলো কষিয়ে দু চর!
সেদিন যখন dinner সেরে বসবো সোফায়,
বসবি পাসে, হাত দুটো তুই রাখবি হাতে.
বলবে তখন সেই মাতাজি, “যা না সবাই,
ওদের একটু নিজের মতন থাকতে দে রে!”
এসব কিছু সত্যি হলে ভালোই হতো.
সত্যি হলে হবে শুধু স্বপ্নতেই.
কারণ আমি কবিতা লিখি, piano বাজাই.
branch manager? ওসব আমার ভাগ্যে নেই.
তার চেয়ে তুই যেমন আছিস তেমন থাক,
ভালোবাসা খুঁজে বেড়া credit card-এ.
আমার কাছে আঙ্গুর ফল টকই থাকুক.
আর কোনোদিন পা দেবো না ঘুঘুর ফাঁদে!
Comments
ghughur phand, a poem by Pradip Chandra Sikdar | Euphonic Episode — No Comments
HTML tags allowed in your comment: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>