জন্মদিনে – a poem written by Pradip on his birthday | Euphonic Episode
Presenting a poem for you. I have just written this poem in Bengali on the occasion of my birthday. I hope, you will like it. What do you think of this poem? Please let me know in the comment section below.
জন্মদিনে
জন্মদিনে এক-এক বছর বয়স বাড়ে,
ফুরিয়ে যাওয়ার আজব ফাঁদের ফন্দিতে.
মোমবাতির ঐ দহনক্রীড়া হাত নাড়ে,
আবার হবে নিজের কাজে মন দিতে.
আগুন শিখায় পুড়িয়ে দিয়ে সব জ্বালা,
বিঁধবো ছুরি আবার কেকে পেস্ট্রিতে.
বেলুন গুলো চুপসে যাবে, শেস বেলায়.
লিখবো আমি সমস্তটা হিস্ট্রিতে.
সেই সে কবে জন্মেছিলাম কোন্ বেলা,
হাঁটতে গিয়ে ফের পরেছি পিছলে পা.
সেই পায়েতেই আজ শিখেছি ল্যাং খেলা.
ভাবছো আমি ঘোড়ার ডিমে দিচ্ছি তা?
ভুল ভেবেছো, আমায় তুমি চিনলে কই?
আমার শাসন ঠিক যেন সেই তুঘলকি.
আবেগ গুলো হঠাৎ করলে হৈচৈ,
দুহাত দিয়ে টিপবো গলা, বুঝলে কি?
বেশ করেছি, আবার আমি করবো খুন!
এক-এক করে আছে যত যন্ত্রণা.
পাঠাতে চাও আইনি নোটিস? do it soon!
আমার হয়ে সাক্ষি দেবে সান্তনা.
আমার জন্য ভাববো আমি, একাই সব.
অনেকটা পথ পেরিয়ে গেছি এইভাবেই.
সেই যেখানে থামবে সমস্ত কলরব,
একদিন ঠিক পৌঁছে যাবো সেইখানে.
জন্মদিনে তাইতো আবার মোমবাতি
গুনতে থাকি, কতটা পথ পেরিয়েছি.
খাতার পাতা উল্টে পালটে সব ঘাটি.
কি পেলাম, আর কতটুকুই বা হারিয়েছি.
Subscribe
Please subscribe the Euphonic Episode blog and you will be notified about all the new posts straight to your inbox. You may wish to visit my Youtube channel to enjoy some good music and poem.
Comments
জন্মদিনে – a poem written by Pradip on his birthday | Euphonic Episode — No Comments
HTML tags allowed in your comment: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>