“তবু আসবে জানি” — a Bengali poem written by Pradip | Euphonic Episode
Hi readers!
I have written this Bengali poem on 23rd June, 2018. Hope you will like it. Please subscribe my blog so that, you don’t miss any of my Bengali poem. You may wish to write a testimonial to show me some appreciations.
তবু আসবে জানি
আমার একটা সুখের দিন,
জানি আশার আলো ক্ষিন,
আমি বিনি সুতোয় গাঁথি তবু আশ.
আমার একটা গোটা রাত,
খুঁজি তপ্ত দুটো হাত,
আমি খাতায় লিখি আমার সর্বনাশ.
আমি স্বপ্ন মেখে শুই,
আবার সাবান জলে ধুই,
মন লাগাম ছাড়া বিপন্ন ডানপিটে.
আমার মুক্তা মণির খোঁজ,
আমি ভাঙছি ঝিনুক রোজ,
আমি সাপের ছোবোল হজম করি ফ্রি-তে.
জানি ঐ পাড়েতে তুমি,
ভাবো কি খ্যাপাটাই আমি!
মিছে নদীর পাড়ে বাঁধছি বালির বাঁধ.
আমার অন্ধকারের চোখ,
যতই ভিষণ চেনা হোক,
খোঁজে দিনের শেষে একলা বাড়ির ছাদ.
আমার হার না মানা হার,
আমি ভেঙে করি চূরমার!
পোড়া সভ্যতার এই অসভ্য চামড়ায়.
আমার কাটছে দিব্বি বেশ,
জানি নেই সুরু নেই শেষ,
তবু বিষাদ নামের ছারপোকা কামড়ায়!
আমি রামগড়ুরের ছানা,
তবে হাসতে নেইকো মানা,
আমার কান্না-হাসির এক্স্রে রিপোর্ট কোই?
আমি সাতার কাটি জলে,
আবার পার্কে ছাতার তলে,
আমি নিজের প্রেমে নিজেই মাতাল হই.
বোধ হয় ভাবছো তুমি এসে,
এক নীরব রাতের শেষে,
ঘর গুছিয়ে দেবে, বালিশ, চাদর, কাঁথা.
তবু সব কিছু হয় মিছে,
কি যে টানছে তোমায় পিছে,
কোন ঝোড়ো হাওয়ায় গুলিয়ে যে দেয় মাথা.
আমি তবুও জাগি রাত,
হঠাৎ পেরিয়ে যে চৌকাঠ,
তুমি দরজা ঠেলে ঢুকবে আমার ঘরে.
এই ক্লান্ত প্রতীক্ষায়,
কত দিন কাটে রাত যায়,
তবু আসবে জানি সকল বাঁধন ছিঁড়ে…
Comments
“তবু আসবে জানি” — a Bengali poem written by Pradip | Euphonic Episode — No Comments
HTML tags allowed in your comment: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>